ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

বাটির দাম ২৬৩ কোটি টাকা!

বাটির দাম ২৬৩ কোটি টাকা!

চীনে সম্প্রতি চীনামাটির তৈরি বিলাসবহুল একটি সাড়ে চার ইঞ্চি ব্যাসের বাটি ২৬২ কোটি ৭৮ লাখ টাকায় (আড়াই কোটি মার্কিন ডলারে) বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সথবিস হংকংয়ে শিল্পকর্ম বিক্রির এক নিলামে চীনামাটির বাটিটি রেকর্ড দামে বিক্রি করেছে। এ বাটির বিশেষত্ব হচ্ছে এর গায়ে আঁকা চিত্রকর্ম। খবর সিএনএন। সথবিস জানায়, বাটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন। বেইজিংয়ের বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত প্রাচীন শহরটির কারিগরদের হাতে তৈরি হয়েছিল বাটিটি। ১৮ শতকে বেইজিংয়ের রাজকীয় কারখানায় বিরল সিরামিক ব্যবহার করে এটি তৈরি করা হয়। বাটিটি ইয়ংজেং সম্রাটের সময় উৎপাদিত হয়েছিল, যিনি ১৭২২ থেকে ১৭৩৫ সাল পর্যন্ত চীন শাসন করেছিলেন। এটি ‘ফালাংকাই’ বা বিদেশি রং নামে পরিচিত একটি ঐতিহ্যের অংশ। বিক্রি হওয়া বাটিতে দুটি সোয়ালো পাখি, প্রস্ফুটিত অ্যাপ্রিকট ও উইলো গাছের চিত্রকর্ম ফুটে উঠেছে। বাটির এ নকশায় ইয়ংজেংয়ের মিং রাজবংশের পূর্বসূরি ওয়ানলি সম্রাটের কবিতার অংশ তুলে ধরা হয়েছে। সিরামিক বিশেষজ্ঞ রেজিনা ক্রাল বলেন, ইয়ংজেং যুগে পাখি ও ফুলের প্রসঙ্গ তুলে ধরার প্রথা জনপ্রিয় ছিল। চীনামাটির বাসনের ওপর প্রাচীন চিত্রকলার বিষয়টি ফুটিয়ে তোলার প্রাচীন নিদর্শনের অন্যতম একটি উপাদান এ বাটি। যে ধরনের শিল্পকর্ম ওই বাটিতে তুলে ধরা হয়েছে, তা বেইজিংয়ে খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত