ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন উৎসব

কুষ্টিয়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন উৎসব

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষ্যে জেলার ছেঁউড়িয়ায় আখড়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব ও গ্রামীণ মেলা।

ফকির লালন শাহের মাজারের ভেতরে আখড়ায় বাড়িতে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনের এই উৎসবকে ঘিরে লালন আখড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা জানান, এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যায় উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব জানান, লালন উৎসবে আসা হাজারো মানুষের নিরাপত্তা দিতে তিন স্তরের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত