ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যুব সমাবেশে মির্জা ফখরুল

দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে

দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অনেক কিছু হারিয়েছি। আর পেছনে ফেরার সুযোগ নেই। কাজেই জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে সরাতে হবে। গতকাল বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি টিম এসেছিল। এই টিমটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দল নয়, এটি সম্পূর্ণ স্বাধীন একটি টিম। তারা এসেছিল, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, এটা যাচাই এবং বাংলাদশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বড় কোনো টিম পাঠাবে কিনা, এই ছিল তাদের উদ্দেশ্য। তারা বাংলাদেশের সব নির্বাচনি স্টেক হোল্ডাদের সঙ্গে কথা বলেছেন। তারা সাংবাদিক, রাজনীতিক দল, সুশীল সমাজ ও সরকার সবার সঙ্গে আলোচনা করেছেন। তারা ৫টি প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো সংলাপ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে যত যুবক, এতো যুবক আমাদের সময় ছিল না। সেই যুবকদের নিয়ে আমরা স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন করেছিলাম। যুবদল তো এখন অনেক সংগঠিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যতক্ষণ পর্যন্ত এই সরকারের পতন ঘটাতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুর সভাপতিত্বে ও সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত