ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৭ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি গতকাল দুপুর ২টার দিকে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে পৌঁছেন। বিকাল ৪টায় প্রতিনিধি দলটি ক্যাম্প ত্যাগ করেন।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন, ড. ইমন চৌধুরী (বাংলাদেশ), মাইকেল সুনিও মিওয়া (মার্কিন যুক্তরাষ্ট্র), ফুয়াদ হাসান মল্লিক (বাংলাদেশ), মুহাম্মদ ফেরদৌস (বাংলাদেশ), রদ্রিগো মিগুয়েল মার্টেল ওরিহুলা (পেরু), গঞ্জালো মন্টোয়ো (আর্জেন্টিনা), আলেজান্দ্রা কর্টেজ পাজ (বলিভিয়া), জার্জ এনরিক মুটিস (মার্কিন যুক্তরাষ্ট্র), কিয়ানের ঝু (চীন), কোতারো ত্রিস্তান কামাতা (চীন), হাফসা আবিদি (মার্কিন যুক্তরাষ্ট্র), ইউহুই ইয়াং (চীন), সিচাং হুয়াং (চীন), কেলি ঝাও (কানাডা), জেসিকা শেক্সেরা (মার্কিন যুক্তরাষ্ট্র), নশীন মুফারত (বাংলাদেশ), মুনেম শাহরিয়ার গালিব (বাংলাদেশ), রুফাইদা আনাম রাইতা (বাংলাদেশ), ফয়সাল হোসেন (বাংলাদেশ), সেরাজুস সালেকিন (বাংলাদেশ), প্রশান্ত সেন (বাংলাদেশ), লামিয়া আলী পাংটি (বাংলাদেশ), শাহ-মা- অরুসা শ্রেষ্ঠা (বাংলাদেশ), তানভী আজমী দোলা (বাংলাদেশ), নুসরাত জাহান অনিতা (বাংলাদেশ), ফারহানা লাবিব হোসেন (বাংলাদেশ) ও শেখ আশরাফ হোসেন হাবিব (বাংলাদেশ)।

এপিবিএনের দেয়া তথ্য মতে, প্রতিনিধি দলটি ৪ নম্বর ক্যাম্পে পৌঁছার পর ব্র্যাক পরিচালিত বাঁশ শোধনাগার পরিদর্শন করেন। এরপর যান একই ক্যাম্পের ব্লক-বি/১ এ। ওখানে অবস্থিত রোহিঙ্গাদের বসবাসের শেডগুলো পরিদর্শন করেন। তারা শেডে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বলেন ও তাদের জীবনমান সম্পর্কে ধারনা নেন। পরে যান ব্লক এইচ/১ এ শিক্ষাকেন্দ্রে। যেখানে শিশুদের সঙ্গে আলাপ করেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত