ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৩ কেজি আফিমসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩ কেজি আফিমসহ মাদক কারবারি গ্রেপ্তার

বান্দরবানের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩ কোটির বেশি টাকা মূল্যের ৩ কেজি ২০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

গতকাল দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। গ্রেপ্তার চিংহ্লামং মারমা (৬০) বান্দরবান জেলার রুমা উপজেলার মিনিঝিরি পাড়ার বাসিন্দা আপ্রুমং মারমার ছেলে। গত সোমবার বিকালে বান্দরবান জেলার সদর উপজেলার রুমা স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাবের এ ব্যাটালিয়ন অধিনায়ক।

সাজ্জাদ হোসেন বলেন, গত সোমবার বিকালে বান্দরবানের বারমাইল এলাকা হতে বাস যোগে মাদকের বড় একটি চালানসহ কতিপয় কারবারিরা জেলা সদরের দিকে আসছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে র‌্যাব সদস্যরা সদর উপজেলার রুমা স্টেশনে সড়কের ওপর একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করেন। একপর্যায়ে থানচির দিক থেকে আসা সুগন্ধা পরিবহণ সার্ভিসের একটি বাস সেখানে পৌঁছালে র‌্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় হাতে পলিব্যাগসহ সন্দেহজনক এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে র‌্যাব সদস্যরা ওই ব্যক্তিকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় লোকটির হাতে থাকা পলিব্যাগের ভেতরে পাওয়া যায় ৩ কেজি ২০০ গ্রাম আফিম। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তির বরাতে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার চিংহ্লামং মারমা একজন চিহ্নিত মাদক কারবারি। সে বান্দরবানকেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং মাদক চোরাচালানের সাথে জড়িত। বান্দরবানের পাহাড়ি মাদক চক্রের সাথে সমন্বয় করে দুর্গম পাহাড়ি অঞ্চল এবং প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আফিমের চালান নিয়ে আসত। পরে এসব মাদক কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বান্দরবান সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত