ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আইনশৃঙ্খলার অবনতি রোধ

সমন্বয়কের দায়িত্বে সিনিয়র সচিব মোস্তাফিজুর

সমন্বয়কের দায়িত্বে সিনিয়র সচিব মোস্তাফিজুর

কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটনোর প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এটা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল বুধবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কমিটির সভাপতি মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র, নাশকতামূলক কাজ, ধর্মীয় উসকানি ও আইনশৃঙ্খলার অবনতি করার জন্য একটু প্রবণতা কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে। এ ব্যাপারে যাতে সব সময় সতর্ক থাকা যায়, অঘটন ঘটাতে যাতে না পারে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে সবসময় সচেতন থাকতে পারে- সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’ মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন বাহিনী সমন্বয় করার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীগুলোর এসব কাজ তিনি সমন্বয় করবেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত