ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবিতে লবণসহিষ্ণু উড়ি ধান নিয়ে সেমিনার

ঢাবিতে লবণসহিষ্ণু উড়ি ধান নিয়ে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ‘ধানের লবণ সহনশীলতা বৃদ্ধিতে উড়ি ধান সংশ্লিষ্ট জিন এবং অণুজীবের প্রয়োগ’ শীর্ষক গবেষণা প্রকল্পের ওপর দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে গবেষণার ফলাফল উপস্থাপন করেন একই বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ উদ্ভাবনে বাংলাদেশের বিজ্ঞানীদের অসাধারণ সাফল্যের কথা উল্লেখ করে বলেন, যেকোনো ধরনের গবেষণা ও উদ্ভাবন দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন ও সরবরাহ পর্যায়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, উড়ি ধানের মতো উদ্ভাবন তা সমাধানে কার্যকরী ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এই ধরনের গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গবেষণা সমন্বয় সেল’ গঠন করেছে বলে উপাচার্য উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত