ওয়াই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
দেড় বছরের মধ্যে ওয়াই সেতুর কাজ শেষ হবে : রেলমন্ত্রী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি
রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, গত বছর দুর্গাপূজার আগে মহালয়ায় অংশ নিতে গিয়ে আউলিয়া ঘাটে নৌকাডুবি ট্র্যাজেডিতে ৭২ জনের প্রাণ গেছে। আউলিয়া ঘাটে নৌকাডুবিতে যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেদিন কথা দিয়েছিলাম মাড়েয়া আউলিয়া ঘাটে ওয়াই আকৃতির ব্রিজ নির্মাণ করা হবে। এক বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। গতকাল বিকালে মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাড়েয়া বামন হাটে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ব্রিজটির সম্পর্কে মন্ত্রী বলেন, ব্রিজটি বিশেষ প্রকৃতির। তা ওয়াই আকৃতির হবে, যা আমরা নকশা করে দেখিয়েছিলাম। যার নির্মাণ ব্যয় ধরা ১১৬ কোটি টাকা। ব্রিজটির একটি সাইড বদেশ্বরী মন্দির ও অপরটি কালিয়াগঞ্জের সংযোগস্থল হচ্ছে। নদীভাঙন প্রবণতা আছে, নদী শাসন করে এর সঙ্গে যাবতীয় ও আমাদের যে ভূমিকম্প হয়, সেটি সহনশীল করে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
যদিও ব্রিজটি নির্মাণকাজ ধরতে দেরি হয়েছে, কিন্তু এটি অত্যন্ত আধুনিক ও মজবুত হচ্ছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। এ অঞ্চলের দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে এখানে ব্রিজ নির্মাণের। দীর্ঘ প্রতীক্ষা ও প্রচেষ্টার পর আজকে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আগামী দেড় বছরের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করা হবে।
এর আগে দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ১১৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া ৮৯১ মিটার পিসি গার্ডার ওয়াই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলমন্ত্রী। গত বছর আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় বোদায় করতোয়া নদীতে মাড়েয়া ঘাটে ওয়াই আকৃতির সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী।
এদিকে করতোয়া নদীর আউলিয়া ঘাটে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের খরব শুনে বেশ খুশি এ এলাকার সর্বস্তরের মানুষজন। সকাল থেকেই করতোয়ার নদীর আউলিয়া ঘাট এলাকায় মানুষ ভিড় দেখা যায়। জনসমুদ্রে পরিণত হয় এলাকাটি। দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে আউলিয়ার ঘাট ওয়াই ব্রিজটি নির্মাণের ফলে। স্থানীয়রা বলেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপনে তাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে।
পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধূরী জজ, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, সাবেক পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার রেজাউল করিম শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।