ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

সময় আছে নিরাপদে প্রস্থান করতে পারেন

সময় আছে নিরাপদে প্রস্থান করতে পারেন

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় আছে এখনও নিরাপদে প্রস্থান করতে পারেন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। নতুন একটা নির্বাচন কমিশন করে, নির্বাচন অনুষ্ঠিত করতে হবে- এটাই জনগণের দাবি।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষা ও এক দফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

মির্জা ফখরুল বলেন, আমরা সচেতনভাবে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাতপূর্ণ কর্মসূচি দেইনি। আমরা আশা করব, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। এর মধ্যেই তারা পদত্যাগ করবেন এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। দেশকে একটা সংকটের হাত থেকে উদ্ধার করবেন। এটা যে শুধু বিএনপি চায় এমনটা না। এটা আন্তর্জাতিক বিশ্বও চায়। দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করার জন্য এখনও সংগ্রাম করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট দিতে পারব কি, পারব না- তার জন্য লড়াই করতে হচ্ছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির (এপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত