ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইসরাইল-হামাস সংঘাত

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলছে মিশর

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলছে মিশর

গাজায় হামাস-ইসরাইলের মধ্যে সংঘাতের কারণে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্ট সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। এতে ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশ করতে পারবে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এদিকে ইসরাইলের মানুষের সঙ্গে সংহতি জানিয়ে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মধ্যপ্রাচ্যে ঋষি সুনাক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে গত বৃহস্পতিবার ইসরাইলে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নেতানিয়াহুকে সুনাক জানিয়েছেন, তিনি ও ব্রিটেন ইসরাইলের পক্ষে আছে এবং তারা চান এই যুদ্ধে ইসরাইলিরা জয় পাক। এ ব্যাপারে সুনাক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইলের অন্ধকারাচ্ছন্ন সময়ে আপনার (নেতানিয়াহুর) পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। আপনার বন্ধু হিসেবে, আপনাদের প্রতি আমরা একাত্মতা প্রকাশ করব। আমরা আপনার জনগণের পাশে দাঁড়াব এবং আমরা চাই আপনারা জিতুন। গাজায় রাশিয়ার মানবিক সহায়তা

গাজায় ২৭ টন মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। সহায়তা হিসেবে বেশির ভাগই খাদ্য পাঠানো হবে বলে জানা গেছে। গাজা উপত্যকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মিশর সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পরই রাশিয়া মানবিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছে। মিশর-গাজার রাফা ক্রসিং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর সিনাই পর্বতের আল আরিশ শহরের কাছে পণ্যবাহী একটি বিমান অবতরণ করেছে। এরপর এসব পণ্য গাজায় পৌঁছে দেওয়া হবে।

হাসপাতালে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের দাবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। গত বুধবার কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স এ দাবি জানান। এর আগে গত মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরাইল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ। এছাড়া আরো অনেক মানুষ হাসপাতালের ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাবার-পানির অভাবে ভুগছে। এর মধ্যেই গাজার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। হামলাটি কীভাবে ঘটেছে, কারা দায়ী ও এর পরিণতি কী, তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া জরুরি। তবে ইসরাইলে হামাসের হামলার কথা উল্লেখ করে হিগিন্স বলেন, আমি এখনো সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়া লোকদের ওপর আক্রমণের বিষয়ে বিদ্বেষ প্রকাশ করছি। তবে ইসরাইল-ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাত সমাধানের জন্য আমাদের আগ্রহ রয়েছে। আমরা সবাই জানি, ফিলিস্তিনি জনগণের সবাই হামাস নয়।

যুদ্ধবিরতির আহ্বান চীনের

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে ও সার্বিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাংচুন। গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান চাং চুন। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড ও আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বৈঠকে চলমান সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে জানান। চাং চুন বলেন, গত কয়েকদিনের ঘটনাবলীর অগ্রগতি প্রমাণ করেছে যে অবিলম্বে যুদ্ধবিরতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। এ যুদ্ধ যতদিন চলবে, ততদিন আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটতেই থাকবে। দীর্ঘ যুদ্ধবিরতি ছাড়া যেকোনো পরিমাণ মানবিক সাহায্য দেওয়া হবে বালতিতে এক ফোটা জল ফেলার মতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত