ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জবি-আইসিএমএবি চুক্তি

স্কলারশিপের সুবিধা পাবে একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা

স্কলারশিপের সুবিধা পাবে একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সঙ্গে আইসিএমএবির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে একাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা স্কলারশিপের সুবিধা পাবে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইসিএমএবির-এর পক্ষে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. কাউসার আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কামালউদ্দীন আহমদ বলেন, এ চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ চুক্তিতে আমাদের শিক্ষার্থীরা ছয়টি এক্সেমপশান পাবে তার পাশাপাশি স্কলারশিপেরও সুযোগ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত