চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শরিফুল ইসলাম (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার দিবাগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শফিকুল খাগড়াছড়ির গুইমারা উপজেলার আনছার আলীর ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত শফিকুল ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার টেইলার্সের দোকান করেন। বুধবার ভুক্তভোগী শিশু খেলতে বের হলে অভিযুক্ত শফিকুল চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার টেইলার্সের দোকানে ডাকে। সেখানে দরজা বন্ধ করে শফিকুল ভুক্তভোগী শিশুর সঙ্গে ধস্তাধস্তির করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বড় বোন টেইলার্সের দোকানে যান এবং সেখানে গিয়ে ভুক্তভোগীকে ডাকাডাকি করেন। একপর্যায়ে শফিকুল টেইলার্সের দরজা খুলে দিলে ভুক্তভোগী শিশু বেরিয়ে যায়। পরে শিশুটি জানায়, অভিযুক্ত শফিকুল তাকে কোলে বসিয়ে ধর্ষণ করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেন। মামলার পর কিছুক্ষণের মধ্যে র্যাব এ ঘটনার একমাত্র আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। এরপর আইনানুগ ব্যবস্থা নওয়ার জন্য তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।