ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অভিযানে গিয়ে হামলার শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের লোকজন

অভিযানে গিয়ে হামলার শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের লোকজন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা। মুখে অ্যাসিড নিক্ষেপের অপবাধে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাসহ তাদের গাড়ি উদ্ধার করে ফতুল্লা থানায় নিয়ে আসা হয়। এ সময় আহত অবস্থায় একজন মাদককারবারিকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের মুসলিমনগর এলাকায় শাকিলের বাসায় সাদা পোশাকে একজন নারীসহ ছয়-সাতজন লোক তার সঙ্গে বাকবিতন্ডা করছিল। তখন শাকিল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জরো হয়। তখন শাকিল তার মুখে তারা অ্যাসিড নিক্ষেপ করেছে বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ফুঁসে ওঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একজনকে মারধর করেন। পরে তারা জানতে পারেন তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের লোকজন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ বলেন, আমরা কর্মকর্তা-কর্মচারীসহ সাতজন মুসলিমনগর সড়ক দিয়ে একটি মাদকবিরোধী অভিযানে যাচ্ছিলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গাড়ি দেখে এক ছেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন শাকিল নামে একজনকে আটক করা হয়। তার কাছে পাওয়া যায় ৪৪ পিস ইয়াবা। তার বাড়িতে আরো মাদক আছে কি না দেখার জন্য তাকে নিয়ে যাওয়া হয়।

ওইসময় শাকিলকে ছাড়িয়ে নিতে তার লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন কর্মচারী অ ও শাকিলও আহত হন। তবে তার মুখে আমরা কেউ কিছুই ছিটিয়ে দেইনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটক মাদককারবারি শাকিল বলেন, আমার বাসায় সাদা পোশাকে নারীসহ কিছু লোক গিয়ে মারধর করে একটি বোতল থেকে পানির মতো কিছু একটা মুখে ছিটিয়ে দেয়। এতে আমার মুখ জ্বালাপোড়া করায় চিৎকার শুরু করি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গাড়িসহ সাতজনকে উদ্ধার করা হয়। সেখান থেকে আহত অবস্থায় শাকিল নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।

ইলিশসহ দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ : মেঘনা নদীর নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ মাছসহ ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রেজাউল করিমের নেতৃত্বে উপজেলার মেঘনা নদীতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনা নদী ও তীরবর্তী বিশনন্দী, চৈতনকান্দা, টেটিয়া, দয়াকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অভিযান জেলেদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল করিম বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শহীদুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আসাদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত