ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জমি নিয়ে বিরোধে সিরাজগঞ্জে জোড়া খুন

জমি নিয়ে বিরোধে সিরাজগঞ্জে জোড়া খুন

সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় দুই বন্ধু নিহত হয়েছে। তারা হলো, একই এলাকার ইছামতী গ্রামের ফরহাদ খানের ছেলে আলামিন (৩২) ও ঠান্ডু শেখের ছেলে আল আমিন শেখ (৩৫)।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে ওই দুই বন্ধু স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা ওই স্থানে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে আলামিন নিহত হয় এবং তার বন্ধু আল আমিন শেখকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিবারের সঙ্গে একই গ্রামের জনৈক হায়দার গংদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এর মধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে এ জোড়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত