অন্যরকম

অস্ট্রেলিয়ায় স্বর্ণমিশ্রিত পাথর খণ্ডের সন্ধান

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি অস্ট্রেলিয়ার এক স্বর্ণের খনিতে বিপুল পরিমাণ স্বর্ণমিশ্রিত বিশালাকৃতির বিরল পাথর খণ্ড পাওয়া গেছে। ৪ দশমিক ৬ কেজি ওজনের এই পাথর খণ্ডে আছে ২৪০,০০০ অস্ট্রেলিয়ান ডলার (১৬০,০০০ মার্কিন ডলার) মূল্যের স্বর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ভিক্টোরিয়ার সোনাখনি থেকে মেটাল ডিটেক্টর ব্যবহার করে ওই পাথর খণ্ড খুঁজে পান বলে বিবিসি জানিয়েছে। ভিক্টোরিয়া গোল্ডফিল্ড ছিল ১৮০০ সালে অস্ট্রেলিয়ার স্বর্ণ উত্তোলনের প্রাণকেন্দ্র। স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন কাম্প স্বর্ণমিশ্রিত পাথর খণ্ডটি কিনে নিয়েছেন। ৪৩ বছরের স্বর্ণ ব্যবসার ক্যারিয়ারে দেখা এটিই সবচেয়ে বড় স্বর্ণ খণ্ড বলে জানিয়েছেন তিনি। বিবিসিকে তিনি বলেন, ‘আমি হতবাক হয়ে গেছি, সারাজীবনে এমনটি একবারই খুঁজে পাওয়া গেল।’ ক্যাম্প বলেন, ৪ দশমিক ৬ কেজি পাথর খণ্ডটিতে প্রায় ২ দশমিক ৬ কেজি (৮৩ আউন্স) স্বর্ণ রয়েছে। স্বর্ণের মূল্য হিসাব করার পর তিনি এটি কিনে নেন। ঘটনার বিবরণ জানিয়ে ড্যারেন কাম্প বলেন, স্বর্ণ অনুসন্ধানকারী অনেকেই ভুল করে স্বর্ণের মতো দেখতে কিছু পাথর নিয়ে চলে আসে। কিন্তু একটি বড় ব্যাকপ্যাক পরা এক ব্যক্তি যখন আমার সামনে এসে এই বিশাল স্বর্ণখচিত পাথর খণ্ড বের করে, আমার হাতে দিয়ে বলল, আপনি কি মনে করেন, এর মূল্য ১০,০০০ অস্ট্রেলীয় ডলার হবে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনি এর দাম ১ লাখ অস্ট্রেলীয় ডলার হবে কিনা সেটি জিজ্ঞেস করুন।