ইনস্টাগ্রামে স্টিকার বানাবেন যেভাবে
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন। আবার বন্ধুদের সঙ্গে চ্যাট করছেন। এখন থেকে নিজের ইচ্ছামতো স্টিকারও বানিয়ে শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে। মেটা সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি নতুন এআই টুল নিয়ে আসছে। এতে এআই স্টিকারের মতো ফিচার অন্তর্ভুক্ত থাকবে, যা ব্যবহারকারীদের টেক্সট কমান্ড ব্যবহার করে ব্যক্তিগত স্টিকার তৈরি করতে দেয়। হোয়াটসঅ্যাপের মতোই, ইনস্টাগ্রামের ফিচার ব্যবহারকারীদের ফটোগুলো থেকে কাস্টম স্টিকার তৈরি এবং শেয়ার করতে দেয়। যদিও এই ফিচার বর্তমানে সব ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়। কিন্তু, মেটা খুব শিগগির এটি সব ব্যবহারকারীদের জন্য চালু করতে পারে। জেনে নিন কীভাবে ইনস্টাগ্রামে মনের মতো স্টিকার বানাতে পারবেন-
এজন্য প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করতে হবে এবং একটি নতুন স্টোরি বা রিল তৈরি করতে হবে। এরপর স্টিকার আইকনে ক্লিক করুন। এরপর ‘ক্রিয়েট’ স্টিকার অপশন সিলেক্ট করুন। স্টিকার তৈরি করতে ব্যবহারকারীরা যে ছবিটি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করতে হবে। সেই ছবি একটি স্টিকারে পরিণত করতে ছবির অংশের চারপাশে আঙুলের সাহায্য ট্রেস করে নিতে পারবেন। যে ছবি তৈরি হলো তা আপনার মনের মতো হলে ‘ডান’ বাটনে ক্লিক করতে হবে। এরপর সেই কাস্টম স্টিকার নিজেদের স্টিকার প্যালেটে সংরক্ষিত হবে। ব্যবহারকারীরা এটি নিজেদের ভবিষ্যতের স্টোরি বা রিলে ব্যবহার করতে পারেন।