ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ডাক্তার মারা গেলেন

কুমিল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ডাক্তার মারা গেলেন

কুমিল্লায় নিজ বাসায় সন্ত্রাসীদের এলোপাথারি ছুরিকাঘাতে গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা গেছেন। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার সিলভার শাপলা টাওয়ার নামের একটি ভবন পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত শনিবার ডা. জহির ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। তার এ অকাল মৃত্যুতে নগরীর চিকিৎসকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। চিকিৎসক নেতারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের প্রয়াত নুরুল হকের ছেলে ডা. জহিরুল হক (৪৫)। তিনি নগরীর একটি প্রাইভেট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। গত শনিবার নগরীর রেসকোর্স এলাকার সিলভার শাপলা টাওয়ার পরিচালনা কমিটি নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওই ভবনের কতিপয় ব্যক্তি। একপর্যায়ে ওই ভবনের ৮ তলায় ডা. জহিরকে এলোপাথারি ছুরিকাঘাত করে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডা. জহিরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে রোববার রাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। এদিকে এ ঘটনার পর ডা. জহিরের স্ত্রী বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। এ মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- ওই ভবনের সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পু, তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ, সিলভার ডেভেলপার্সের চেয়ারম্যান ফারুক আহমেদ। পুলিশ মামলার প্রধান আসামি সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। এদিকে গতকাল ডা. জহিরের মৃত্যুর খবর কুমিল্লা নগরীতে ছড়িয়ে পড়লে চিকিৎসক সমাজের মাঝে ক্ষোভণ্ডহতাশার সৃষ্টি হয়। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ডা. জহিরের মরদেহ কুমিল্লায় নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। চিকিৎসকসহ নানান শ্রেণিপেশার মানুষ তার মরদেহ দেখতে বাড়িতে ভিড় জমান।

সোমবার কোতয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, এজাহারনামীয় প্রধান আসামি সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত