অন্যরকম
মেঝেতে দাগ পড়ায় ভাড়াটিয়াকে জরিমানা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ভাড়াটিয়ার কক্ষের মেঝেতে হালকা দাগ পড়েছিল। পরবর্তীতে সেটিই নজরে আসে বাড়িওয়ালার। এরপরই তিনি ভাড়াটিয়াকে ৬৭,০০০ টাকা জরিমানা করেন (৫২,০০০ ভারতীয় রুপি)। বিষয়টি ওই ভাড়াটিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই সেটি ভাইরাল হয়ে যায়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে, কার সঙ্গে ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, বাড়িটিতে কাঠের বোর্ডের মেঝে রয়েছে। সেটিতেই দাগ পড়েছে বলে দাবি করে ভাড়াটিয়াকে ৫২ হাজার ভারতীয় রুপি জরিমানা করেন। এই অর্থ দিয়ে পুরো মেঝেই প্রতিস্থাপন করা হবে বলে জানান তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিটে তুলে ধরেন ওই ভাড়াটিয়া। এক পোস্টে তিনি লিখেন, এটি হাস্যকর শোনাচ্ছে। কিন্তু আমার বাড়িওয়ালা কাঠের মেঝেতে একটি হালকা দাগের জন্য ৫২ হাজার ভারতীয় রুপি জরিমানা করেন। এটি দেখাও যায় না। কিন্তু তিনি এটি করেছেন। পোস্টটি নিয়ে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। একজন বলেন, অসতর্কভাবে ক্ষতি হলে জরিমানা দেওয়া ঠিক। তবে এতো টাকা নেওয়া ঠিক নয়। আরেকজন বলেন, এই অজুহাতে নিজের বাড়ির মেঝে নতুন করে নেওয়ার কৌশল নিয়েছেন তিনি। তাকে না বলে দিন। তাও জোর করলে তার বিরুদ্ধে মামলা দিন। এদিকে পরবর্তীতে ওই ভাড়াটিয়া জানান, মামলা করতে চাওয়ার পর তিনি ওই অর্থের অর্ধেক অর্থ নিতে রাজি হয়েছেন। তিনি বলেন, আমি ওই অর্থ দিতে চাইনি। এজন্য মামলা করি। তবে এতে বাড়িওয়ালা কিছুটা নমনীয় হন। শেষমেশ তাকে আমি ৫০০ ভারতীয় রুপি দিয়েছি। মামলাও তুলে নিয়েছি।