অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির সভায় ১৩ হাজার ৮৯০ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ১৩৫ টাকা ব্যয়ে ২৪টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মোট এ অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৩ হাজার ৯৫৩ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৪১৫ টাকা এবং বাকি ব্যয় সংকুলান করবে দেশি ব্যাংক ও বৈদেশিক অর্থায়নে।
গতকাল সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম সভায় এসব প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।