ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুল

সরকারকে জানিয়ে দিন ‘না আর নয়’

সরকারকে জানিয়ে দিন ‘না আর নয়’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে জানিয়ে দিন, ‘না আর নয়’। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মহাসমাবেশ আমরা নয়াপল্টনেই করতে চাই। মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে করতে চাই। তিনি অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে বহু নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ পছন্দমতো ভোট দিতে পারবে না। তাই, এ সরকারকে পদত্যাগ করতেই হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত