পাকিস্তানকে হারিয়ে মেয়েদের ঐতিহাসিক সিরিজ জয়

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে আগেও দ্বিপক্ষীয় সিরিজে হারানোর নজির ছিল বাংলাদেশের মেয়েদের। এবার টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ল তারা। গতকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের ২০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটারদের সম্মিলিত অবদানের পর বোলাররাও এই জয়ে ভূমিকা রেখেছেন। এদিন টস হেরে আগে ব্যাট করে তাদের ৬ উইকেটে ১২০ রানের জবাবে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে করতে পারে ১০০ রান। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন বিসমাহ মারুফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। একই ভেন্যুতে আগের টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল টাইগ্রেসরা। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। চার বছর পর এমন কিছুর স্বাদ পেল তারা। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ২-১ ও ২০১৯ সালে থাইল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ওই দুটি সিরিজই অনুষ্ঠিত হয়েছিল ভিনদেশে। আয়ারল্যান্ডকে তাদের মাটিতে মোকাবিলা করলেও থাইল্যান্ডের বিপক্ষে মেয়েরা খেলেছিল নেদারল্যান্ডসের মাঠে। পঞ্চমবারে এসে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে দুবার ৩-০ ও দুবার ২-০ ব্যবধানে হেরেছিল তারা।