ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইশারায় চলবে স্মার্টফোন

ইশারায় চলবে স্মার্টফোন

চোখের ইশারায় চলবে আপনার স্মার্টফোন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি! চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনর এনেছে এই ফোন। যার মডেল অনর ম্যাজিক ৬। এই ফোনের অ্যাপ আপনার চোখের ইশারা বুঝতে পারবে। এখনকার ফোন পরিচালিত হয় হাতের স্পর্শে। কিন্তু অনরের নতুন ফোন চলবে চোখের ইশারায়। চোখের দৃষ্টি অনুযায়ী কাজ করবে ফোন। সম্প্রতি, এমনই আই-ট্র্যাকিং ফিচার সমৃদ্ধ স্মার্টফোন এনে তাক লাগাল অনর। টেক দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই কোম্পানির নতুন স্মার্টফোন অনর ম্যাজিক ৬ মডেল। এই ফোনটিতে ম্যাজিক ক্যাপসুল ফিচার এনে চমক দিল অনর। চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্ন্যাপড্রাগনের একটি সামিট আয়োজন করা হয় হাওয়াইয়ের মাউই শহরে। এই সামিটের দ্বিতীয় দিনে, দর্শকদের চোখ কপালে তোলেন অনরের সিইও জর্জ ঝাও। খুব শিগগিরই কোম্পানি আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন অনর ম্যাজিক ৬। এই ফোনেই নাকি পাওয়া যাবে আই-ট্র্যাকিং ফিচার। স্মার্টফোন নির্মাতার দাবি, এই ফিচারের মাধ্যমে চোখ দিয়েই খোলা যাবে ফোনের অ্যাপ। দরকার পড়বে না ত্বকের স্পর্শের। হাত ছাড়াই চোখের ইশারাতেই কাজ করবে বিভিন্ন অ্যাপ্লিকেশন। এই ফিচারটি কোম্পানি নাম দিয়েছে ‘ম্যাজিক ক্যাপসুল’। ম্যাজিক ক্যাপসুল ফিচারটির কাজ কী? এই ফিচারটি অনেকটা অ্যাপেল আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। তবে এতে রয়েছে আই-ট্র্যাকিং ফিচার। একটি লাইভ পারফরম্যান্সে অনর তাদের দর্শকদের দেখায়, একজন মহিলা স্মার্টফোনটি হাতে নিয়ে আছেন এবং তাঁর চোখে ইশারায় ফোনে উবারসহ একাধিক অ্যাপ কাজ করছে। তার দৃষ্টি পরিবর্তন হলেই ওই অ্যাপটি খুলে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে, এই ফিচারটিকে আই-ট্র্যাকিংভিত্তিক মাল্টিমিডিয়া ইন্টার‌্যাকশন বলা হয়েছে। এই প্রযুক্তিটি কীভাবে কাজ করে তা বিশদে না জানানো হলেও, ফিচারটি লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসরে মাধ্যমে এআই ক্ষমতা প্রদর্শন করতে পারবে তা দাবি করা হয়েছে। আর কী কী ফিচার রয়েছে? অনর ম্যাজিক ৬ কোম্পানির সব থেকে দামি এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন হতে চলেছে বলে শোনা যাচ্ছে। এই ফিচার ছাড়াও এতে যে সুবিধাগুলো রাখা হচ্ছে তার মাধ্যমে ফোনের স্টোরেজে থাকা ভিডিয়োগুলো দিয়ে একটি কম্পিলেশন ভিডিয়ো বানাতে পারবেন ইউজাররা। এছাড়াও ভিডিওতে কোনো কোনো ব্যক্তি রয়েছে তাদের ধরতে পারবে ফোনের এআই প্রযুক্তি। ইউজার চাইলে প্রযুক্তির সাহায্যে ভিডিওতে শুধু সেইসব ব্যক্তিদেরও দেখাতে পারেন। যাতে ভিডিওটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত