স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমাবেশ প- করা হয়েছে- বিএনপির এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। মানুষের মনে আতঙ্ক সৃষ্টির জন্য সমাবেশ শুরুর আগে সকাল থেকেই তারা সংঘর্ষ শুরু করেছে। জানতে চাইলে গতকাল এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতির বাড়িতে হামলার বিষয়ে তিনি আরো বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা নজিরবিহীন ঘটনা। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ঘোষিত সমাবেশ শুরুর আগেই প্রতিশ্রুতি ভঙ্গ করে হঠাৎ হামলা শুরু করে বিএনপির কর্মীরা। দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তারা। এখান থেকে ধীরে ধীরে কাকরাইল, পল্টন, শান্তিনগর, আরামবাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ।
নয়াপল্টনের সমাবেশকে কেন্দ্র করে পরে কাকরাইল, সেগুনবাগিচা, হাইকোর্ট এলাকা, পল্টন থেকে বিজয়নগর পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার সময় আহত এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।
নিহত এই পুলিশ সদস্যের নাম পারভেজ। তিনি বিজয়নগর এলাকায় আহত হন। তিনি ছাড়াও নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ আহত অন্তত ৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন।