ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তিন ভারতীয় আটক

সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

সাতক্ষীরা কলারোয়া সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ মাদক দ্রব্যসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাক থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ, ৩ বতল এলএসডি মাদক ও ৩টি ভারতীয় পাসপোট উদ্ধার করা হয়। আটককৃত মাদকের মূল্য সাড়ে ৪ কোটি টাকা। গতকাল সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, প্রসেনজিৎ বিশ্বাস (৩০), সাধন ঢালী (৩৫) ও দিপংকর কর্মকর (৩৫)। তারা প্রত্যেকে ভারতের উত্তর চব্বিশ পরগনার নাগরিক।ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার রাতে কলারোয় থানার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় তিনজন ভারতীয় নাগরিক নিষিদ্ধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এই তিনজন ভারতীয় নাগরিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯ বোতল ভারতীয় মদ, ৩ বোতল এলএসডি ও ৩টি ভারতীয় পাসপোর্ট উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা। এ ঘটনায় আটককৃত ভারতীয় তিন নাগরিকদের বিরুদ্ধে কলারোয় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত