ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাতঘড়ির আদলে স্মার্টফোন

হাতঘড়ির আদলে স্মার্টফোন

হাত ঘড়ির মতো এবার স্মার্টফোন পরে ঘুরে বেড়ানো যাবে। এমনই একটি স্মার্টফোন নিয়ে আসছে মটোরোলা। প্রতিনিয়তই বাড়ছে ফোল্ডেবল ফোনের চাহিদা। এজন্য একের পর এক ফোল্ডেবল ফোন বাজারে আনছে নামিদামি সংস্থাগুলো। এবার মটোরোলা এমন ফোল্ডেবল ফোন নিয়ে এলো যা আপনি হাতে ঘুরিয়ে পরে থাকতে পারবেন। সংস্থার দাবি, এই স্মার্টফোন বেঁকিয়ে নিজের হাতে পরতে পারবেন ব্যবহারকারী। যা ফোল্ডেবেল স্মার্টফোনে করা যায় না। এদিন লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩ সালে এই ডিভাইসটি সামনে আনে সংস্থা। জানা গিয়েছে, এতে ফ্লেক্সিবেল পিওএলইডি ডিসপ্লে থাকবে। একটি হাই-এন্ড স্মার্টফোনে যা যা করা যায়, তা সবই এখানে করতে পারবেন। স্মার্টফোনটিতে থাকবে ৬.৯ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে থাকবে এতে। ঘড়ি যেমন পেছন দিকে বেঁকানো যায়, তেমনই এই স্মার্টফোন হাতঘড়ির মতো পরা যাবে। স্মার্টওয়াচের মতো দেখতে লাগবে খানিকটা। এতে থাকবে একাধিক কানেক্টিভিটি অপশন। অসংখ্য ফিচকারে ঠাঁসা এই স্মার্টফোন। এই স্মার্টফোনের আরো সুবিধা হলো, এটি বাইপড হিসাবেও কাজ করবে। আপনি এটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই এটির ৬.৯ ইঞ্চি ডিসপ্লেতে একাধিক কাজ করতে পারবেন। এছাড়াও এটি দাঁড় করিয়ে রাখতে পারবেন। যেখানে ৪.৬ ইঞ্চি ডিসপ্লেতে ফোনের নানান তথ্য দেখা যাবে। কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন মটোরোলা রেজার প্লাসের মতো অনেকটা কাজ করবে এই ডিভাইস। যদিও এই ফোনে ব্যাটারি ও চিপসেট কীভাবে ফিট করবে মটোরোলা তা একটি বড় প্রশ্ন তৈরি করেছে। ফোনের কনসেপ্টে প্রকাশ করলেও, কোন তারিখে এটি বাজারে তা এখনো জানায়নি সংস্থা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত