ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরো ছয় মৃত্যু

ডেঙ্গুতে আরো ছয় মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৩ জনে। এদিকে, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮১৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জনে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল একই সময় পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮১৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা এবং বাকি তিনজন অন্যান্য জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। এছাড়া বছরের প্রথম দিন থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু থেকে সেরে উঠেছেন ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত