ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান সহনীয় পর্যায়

মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান সহনীয় পর্যায়

দেশে মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান অনেক সহনীয় পর্যায়ে রয়েছে। রেডিওফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডস (ইএমএফ) রেডিয়েশনের নিরাপদ মাত্রা সর্বোচ্চ ২ দশমিক ১০৬ শতাংশ। অথচ বাংলাদেশে এই মান শূন্য দশমিক ২৩ শতাংশ থেকে শূন্য দশমিক ৮৭ শতাংশের মধ্যে। ফলে এতে মানবদেহ ও পরিবেশের ক্ষতি করছে না।

তেজষ্ক্রিয় (রেডিয়েশন) মান পরিমাপক পরীক্ষায় এমন তথ্য পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। সম্প্রতি দেশের চার বিভাগের ১১ জেলায় পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন বিটিআরসির প্রকৌশল ও প্রতিপালন বিভাগের উপ-পরিচালক ড. শামসুজ্জোহা।

তিনি জানান, মোবাইল রেডিয়েশন নন-আয়োনাইজিং। এর শক্তি খুব কম। ফলে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। তারপরও দেশজুড়ে স্থাপিত টাওয়ারগুলো যথাযথ মান মেনে স্থাপন করা হয়েছে কি না, বিটিআরসি তা নিয়মিত পরীক্ষা করছে।

ড. শামসুজ্জোহা বলেন, সম্প্রতি ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রংপুর বিভাগের ১১টি জেলায় এ পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি সেখানে ব্যবহৃত যন্ত্রপাতির ইএমএফ রেডিয়েশন গ্রহণযোগ্য সীমার চেয়ে অনেক কম রয়েছে। এর আগেও দেশে এমন পরীক্ষা চালিয়েছে বিটিআরসি। তখনো কোথাও নির্ধারিত সীমার বেশি রেডিয়েশন পাওয়া যায়নি। ফলে মোবাইল টাওয়ারে ব্যবহার করা যন্ত্রপাতির ইএমএফ রেডিয়েশন আইটিইউ, ডব্লিউএইচও ও আইসিএনআইআরপি অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্দিষ্ট মানদ- আছে, যা মোটেও জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত