ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উইকিপিডিয়ার নাম বদলানোর প্রস্তাব

উইকিপিডিয়ার নাম বদলানোর প্রস্তাব

সবসময় আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন ইলন মাস্ক। তবে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় তাকে নিয়ে। টুইটার কেনার পর থেকে একের পর এক ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের বলতে গেলে বিরক্ত করে তুলেছে। এবার নতুন একটি কারণে আলোচনায় উঠে এলেন ইলন মাস্ক। টেসলা কর্তা ইলন মাস্ক উইকিপিডিয়ার নাম বদলে দিতে চাইছেন। যে ওয়েবসাইট থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করা হয়, সেটিতে বিনিয়োগ করার জন্য এক বিশেষ শর্ত দিয়ে বসেছেন তিনি। সম্প্রতি ইলন মাস্ক দাবি করেছেন, বদলে দিতে হবে উইকিপিডিয়ার নাম। আর সেই নতুন নাম ওয়েবসাইটে অন্তত ১ বছর রেখে দিতে হবে। উইকিপিডিয়ার নাম দিতে হবে ডিকিপিডিয়া। তাহলেই তিনি এক বিলিয়ন ডলার দেবেন বলে দাবি করেছেন। উইকিপিডিয়া’র যে কোনো পাতা খুললেই অনেক সময় দেখা যায়, উইকিপিডিয়া চালানোর জন্য দান বা ডোনেশন চাওয়া হয়। এক্স মাধ্যমে সেরকম একটি পাতার ছবি শেয়ার করেছেন ইলন মাস্ক। যেখানে লেখা আছে, উইকিপিডিয়া নট ফর সেল অর্থাৎ উইকিপিডিয়া বিক্রির জন্য নয়। সেটি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘আমি এক বিলিয়ন দিয়ে দেব, যদি নামটা বদলে ডিকিপিডিয়া করে দেওয়া হয়’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত