ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উত্তরায় নিজ পিস্তলের গুলিতে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

উত্তরায় নিজ পিস্তলের গুলিতে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গাজী আবুল হাশেম (৬৯) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরায় নিজের বাসায় তিনি তার লাইসেন্স করা পিস্তলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উত্তরা-পশ্চিম থানা পুলিশ আবুল হাশেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, উত্তরা ৩ নম্বর সেক্টর, ২ নম্বর রোডের একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন গাজী আবুল হাশেম। আজ ফজরের নামাজ পড়তে তিনি বাসা থেকে মসজিদে যান। নামাজ পড়ে বাসায় ফিরে একাই নিজের রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তার স্ত্রী গাজী রাহানা বেগম পাশের রুমে থেকে বিকট শব্দ শুনতে পান। তখন স্বামীর রুমে ঢোকার চেষ্টা করেন। তবে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঢুকতে না পেরে ছেলে হাসিবুল হাসান রাফিকে নিয়ে সেটি খোলেন। ভেতরে ঢুকে আবুল হাশেমের রক্তাক্ত দেহ ফ্লোরে পড়ে থাকতে দেখেন তারা। উত্তরা-পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক এ সুরতহাল করেন। তিনি প্রতিবেদনে লিখেন- হাশেমের ব্যবহৃত পিস্তলটি তার পাশেই মেঝেতে পড়েছিল। স্বজনরা তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই মো. সাদেক জানান, আবুল হাশেম বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। যে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রাথমিক ধারণা। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত