ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাশকতা ঠেকাতে দ্বিতীয় দিনেও মাঠে ছিল আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ
নাশকতা ঠেকাতে দ্বিতীয় দিনেও মাঠে ছিল আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছে আওয়ামী লীগ। গতকাল মানুষ চলাচল ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মাঠে ছিল দলটির নেতাকর্মীরা। ঢাকার প্রতিটি থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।

সরেজমিন দেখা গেছে, রাজধানীর তাঁতীবাজার, বংশাল, যাত্রাবাড়ী, লালবাগ, গুলিস্তান, শাহবাগ, কারওয়ান বাজার, তেজগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, বাড্ডা এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হকিস্টিক ও লাঠি দেখা গেছে। এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। এদিন সকাল ৯টা থেকে নেতাকর্মীদের গুলিস্তানে অবস্থান নেয় ঢাকা মহানগর নেতারা। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চাই। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাই। জনগণের জানমালের রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি। দুপুর গড়াতেই গুলিস্তান ত্যাগ করে নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে পৃথক-পৃথক অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর মোহাম্মদপুরে উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ অন্যরা।

গবতলীতে অবরোধে নামে বিএনপি-জামায়াতে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে মিছিল ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান কচি। এ সময় উপস্থিত ছিলেন উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিনসহ বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যে ঠেকাতে ডেমরা সুলতানা কামাল সেতুতে কঠোর অবস্থান নেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। এদিন দুপুরে সজলের নেতৃত্বে অবরোধবিরোধী মোটরসাইকেলের শোডাউন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের গান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে পথচারিদের মধ্যে লিফলেট বিবতরণ করেন নেতাকর্মীরা। এছাড়া ডেমরার স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, সানারপাড়, কোনাপাড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, শনিরআখড়া ও ধলপুরে (গোলাপবাগ মাঠ) অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপু, সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবু, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিপুসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতারা।

যুবলীগ : বিএনপি-জামায়াতের টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সংসদীয় আসনভিত্তিক অবস্থান কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় ঢাকা-১১ আসনে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও ঢাকা-১৪ আসনে গাবতলী, বেড়িবাঁধে যুবলীগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল : বিএনপি-জামায়াতের টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীল যাত্রাবাড়ীসহ ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। কর্মসূচিতে ঢাকা-৫ আসনের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ। আর সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সাইদ বঙ্গবন্ধু এভিনিয়তে নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। অসস্থান শেষে বিএনপি-জামায়াতেও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত