ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

বড়শিতে উঠল ৩০ কেজির গোল্ডফিশ

বড়শিতে উঠল ৩০ কেজির গোল্ডফিশ

ব্রিটিশ এক মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাড়ে ৩০ কেজি ওজনের একটি গোল্ডফিশ। ফ্রান্সের ব্লুওয়াটার লেকে মাছ ধরার সময় ৪২ বছর বয়সি ব্রিটিশ নাগরিক এন্ড্রি হ্যাকেটের বড়শিতে এ মাছটি ধরা পড়ে। এটি এ যাবৎকাল ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। এটির ওজন ৬৭ পাউন্ড ৪ আউন্স। এর ফলে ব্রিটিশ এ ব্যক্তি বিশ্বরেকর্ড করে ফেললেন। কমলা রঙের কার্পজাতীয় এ মাছটি ক্যারট নামেও পরিচিত। এর আগে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ৩০ পাউন্ড (১৩.৬ কেজি)। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জেসন ফুগেট নামে এক ব্যক্তি ধরেছিলেন ওই গোল্ডফিশটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত