ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সংসদে আইনমন্ত্রী

শান্তি মিশন থেকে ২৩ বছরে আয় ২৮ হাজার কোটি টাকা

শান্তি মিশন থেকে ২৩ বছরে আয় ২৮ হাজার কোটি টাকা

গত ২৩ বছরে (২০০০-২০০১ থেকে ২০২২-২৩ অর্থ বছর) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন (শান্তি মিশন) থেকে আয় করেছে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা (৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার)। জাতীয় সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিদেশে শান্তি মিশনে অংশ নিয়ে বার্ষিক গড় আয় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।

বিমানের পাওনা রয়েছে, এমন অনেক ট্রাভেল এজেন্টের অস্তিত্ব নেই

বাংলাদেশ বিমানের পাওনা রয়েছে, এমন অনেক ট্রাভেল এজেন্টের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাওনা টাকা পুনরুদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু কিছু এজেন্ট দেউলিয়া হয়ে যাওয়ায় এবং লিকুইডেশন প্রক্রিয়ায় থাকার কারণে উদ্যোগ ব্যর্থ হয়। অনেক এজেন্টের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে তার কোনো অফিস বা অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু এজেন্টের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ট্রাভেল এজেন্টের কাছে বাংলাদেশ বিমানের পাওনা (খেলাপি) ১২ কোটি ৩০ লাখ ৯২ হাজার ২২৩ টাকা। কার্গো এজেন্টের কাছে পাওনা ১ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৯৮০ টাকা।

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবরবতন মন্ত্রী জানান, দেশে সংরক্ষিত বনভূমির পরিমাণ ৯১ হাজার ৩৮১ দশমিক ৮৯ একর। সংরক্ষিত বনভূমি চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারী, নওগাঁ ও নোয়াখালী জেলায় অবস্থিত।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ। বন আচ্ছাদিত ভূমির পরিমাণ মোট আয়তনের ১৪ দশমিক শূন্য ১ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত