ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে তিন ডাকাত আটক

সাভারে তিন ডাকাত আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে বালু বোঝাই বাল্কহেডে ডাকাতি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছে তিন ডাকাত। তবে প্রাথমিকভাবে আটক ডাকাতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। গতকাল শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আরাফাত উদ্দিন।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার তুরাগ নদী থেকে তাদের আটক করে স্থানীয়রা। ডাকাতিকালে তাদের ট্রলার নষ্ট হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে তিন ডাকাত সদস্যকে। এসময় পুলিশ তাদের কাছে থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রলার, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

গণমাধ্যমকে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার রাতে একদল ডাকাত তুরাগ নদীতে ট্রলার নিয়ে একটি বাল্কহেডে ডাকাতির উদ্দেশ্যে আসে। এসময় তারা ভুক্তভোগীদের জিম্মি করে নগদ অর্থ নিয়ে পালানোর সময় তাদের ট্রলারের ফ্যান ভেঙে যায়। এ সময় তিন ডাকাতকে আটক করে গণধোলাই দেয় ভুক্তভোগীসহ স্থানীয়রা। তবে আরো তিন ডাকাত পালিয়ে গেছে বলেও জানিয়েছে তারা।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা নদীতে থাকা জেলে, বালুর ট্রলার ও নদী তীরবর্তী এলাকায় বিভিন্ন সময় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। তাৎক্ষণিকভাবে পাওয়া তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত