নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। গত শুক্রবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরো শ’খানেকের বেশি মানুষ। স্থানীয় সেনাবাহিনী প্রধানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

জারাকোতের হাসপাতালে এখন শুধু ভূমিকম্পে আহত মানুষের আর্তনাদের শব্দ। রাজধানী কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরে জারোকাত এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধাকর্মীরা।

নেপাল ছাড়াও ভারতের নয়াদিল্লি থেকে শক্তিশালী কম্পন অনুভব করেন মানুষ। স্থানীয় পৌরসভার মেয়র বিবিসিকে জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর মানুষ আতঙ্কে ঘরের বাইরে অবস্থান নিয়েছে। প্রথম ভূমিকম্পের ঘণ্টাখানেকের মধ্যে আরো তিনটি ভূমিকম্প আঘাত হানে। এজন্য মানুষ শঙ্কা থেকে ঘরের বাইরে অবস্থান করছে। স্থানীয় সময় গত শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে ৬.৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা বলছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৫.৬ মাত্রার। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। ২০১৫ সালে একটি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের প্রাণহানি ঘটে নেপালে।