ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২৯তম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ

ঢাবিতে শুরু হলো অধ্যাপক মাকসুদ কামাল অধ্যায়

ঢাবিতে শুরু হলো অধ্যাপক মাকসুদ কামাল অধ্যায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিজেন্স বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। গতকাল সকালে উপাচার্য কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ডিন প্রভোস্ট, শিক্ষকসহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন

অভিষেক শেষে অধ্যাপক মাকসুদ ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপাচার্য অধ্যাপক মাকসুদ সদ্যবিদায়ি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাকে তার অফিসে ডেকে বলেছিলেন ‘এটা আমার বিশ্ববিদ্যালয়, তার সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে হবে।’ এজন্য তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে দলগতভাবে কাজ করতে আহ্বান জানান। আমিও প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিয়ে কাজ করে যাব।

তিনি বলেন, আমি আমার পূর্বের অভিজ্ঞতা এবং সবার সহযোগিতায় নিজের দায়িত্ব সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব। পাশাপাশি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন ও জ্ঞান অন্বেষণে কাজ করে যাব। টাইমস হায়ার এডুকেশনের র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে গবেষণা মানের ওপর জোর প্রদান করা হবে। এ সময় সবাইকে একটি দল হিসেবে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে আহ্বান জানান তিনি।

এর আগে গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও আচার্য সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকল ১১ (২) অনুসারে এক প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে পরবর্তী উপাচার্য হিসেবে মনোনীত করা হয়। এরপর গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার সর্বশেষ অফিস সম্পন্ন করেন।

অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন তিনি। অধ্যাপক মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত