ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

উপনির্বাচনে ভোট গ্রহণ আজ

উপনির্বাচনে ভোট গ্রহণ আজ

আজ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে। সরাইল উপজেলার ৮৪টি ভোটকেন্দ্র ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি ভোটকেন্দ্র মিলিয়ে মোট ১৩২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত