পরিস্থিতি স্বাভাবিক

আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া প্রতিনিধি

টানা সাত দিন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শেষে শিল্পাঞ্চল আশুলিয়ায় কাজে যোগদান করেছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই শ্রমিকরা বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন। কিছু কিছু কারখানায় আবার বেলা ১১টা থেকে কর্মঘণ্টা শুরু করে কর্তৃপক্ষ। এছাড়া আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গতকাল সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার ইউনিক, শিমুলতলা, জামগড়া, নরসিংহপুর, কাঠগড়া, জিরাবো, জিরানী বাজারসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দলে দলে পোশাক শ্রমিকরা আগের মতো কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করছেন।

বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, বিগত সাত দিন ধরেই শ্রমিকরা কারখানায় ঢুকে পরিচয়পত্র পাঞ্চ করেই বের হয়ে যেতেন। পরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে যোগ দিতেন তারা। তবে গতকাল কোনো শ্রমিক বের হননি। কারখানায় ঢুকেই তারা আগের মতো স্বাভাবিকভাবেই কাজ করতে থাকেন।

আশুলিয়ার জামগড়া এলাকার একটি কারখানার উৎপাদন কর্মকর্তা জানান, তাদের কারখানায় কোনো ঝামেলা নেই। শ্রমিকরা যথাসময়ে কাজে যোগ দিয়েছেন। তারা উৎপাদন শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, সকল কারখানা খোলা রয়েছে। সব শ্রমিক কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

এদিকে, বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিয়মিত টহল দিতে দেখা গেছে র‌্যাবের টিমকে।

কারখানা ভাঙচুরের তিন মামলায় আসামি দেড় হাজার

শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করেছে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে দেড় হাজার।

গতকাল দুপুরে আশুলিয়া থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাতে মামলা তিনটি করে ক্ষতিগ্রস্ত তিন কারখানার কর্তৃপক্ষ।