কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে ‘বিয়ের গান : কাব্য অথবা গান’ শিরোনামে আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার শুরু হয় এবং দুপুর ২টার দিকে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. শিবলী চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুর রহমান। এ সময় ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিহা খান চৌধুরী প্রিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে সেমিনার অনুষ্ঠান শুরু করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক। এছাড়া সেমিনারে ‘বিয়ের গান : গাব্য অথবা গান’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের মালদহের মানিকচক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার। এ সময় তিনি তার প্রবন্ধে বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিয়ের গীত সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন এবং ফোকলোর চর্চায় বিয়ের গীতের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সেমিনারে প্রধান আলোচকের আলোচনায় ড. মো. শহিদুর রহমান বলেন, ‘প্রবন্ধটির ভাষাগত বিন্যাস দারুণ এবং যথেষ্ট তথ্যবহুল। প্রবন্ধটির মাধ্যমে প্রাবন্ধিক আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বহুল প্রচলিত বিয়ের গীত বা গান সম্পর্কে বিস্তারিত গবেষণা করেছেন এবং গবেষণা লব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। এর মাধ্যমে আমি সহ শিক্ষার্থীরা বিয়ের গীত সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি।’
সেমিনারে সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. শিবলী চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ফোকলোর চর্চা ও গবেষণায় উদ্ভুদ্ধ করতে আমরা প্রতি তিন মাস পর পর ফোকলোর সেমিনার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আন্তর্জাতিক ফোকলোর সেমিনার। আশা করি এই সেমিনারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিয়ের গীত সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছে।