ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুর হিলি স্থলবন্দর

তিন দিনে এলো দুই হাজার টন ভারতীয় আলু

তিন দিনে এলো দুই হাজার টন ভারতীয় আলু

হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রথমবারের মতো ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। একদিনেই হিলি বন্দর দিয়ে এসেছে ৯৭৬ মেট্রিক টন আলু। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৮টি ট্রাকে এসব আলু আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন আলুর আমদানি মূল্য ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ পড়েছে। এছাড়া আমদানিকৃত আলুতে শুল্ক দিতে হচ্ছে কেজিতে ৩৩ শতাংশ। হিলি স্থলবন্দরের আলু ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানীকৃত আলু প্রকারভেদে পাইকারি বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩৩ টাকা কেজি দরে। এদিকে হিলি খুচরা বাজারে দেশি আলুর দাম কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৮ টাকায় এবং ছোট জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, যা গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান খান ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। এসব আলু বাজারে পৌঁছলেই দাম কমে আসবে। হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, আমদানিকৃত আলু কাঁচাপণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ও শনিবার এই দুই দিনে বন্দর দিয়ে ৪৫টি ভারতীয় ট্রাকে ১ হাজার ১৬৬ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত