ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

১৬ নভেম্বর পর্যন্ত ড্যাফোডিল ভার্সিটি ছুটি ঘোষণা

১৬ নভেম্বর পর্যন্ত ড্যাফোডিল ভার্সিটি ছুটি ঘোষণা

ঢাকার আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গতকাল বিশ্ববিদ্যালয়টি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত রোববার সন্ধ্যায় আশুলিয়ার চানগাঁও এলাকায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর গতকাল থেকে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সকাল থেকেই শিক্ষার্থীদের ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে চলে যেতে দেখা গেছে।

বিবিএ’র শিক্ষার্থী ফারহান জানান, গত রোববার সন্ধ্যায় এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া গত ২৭ অক্টোবর টেক্সটাইল বিভাগের হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় রাজু হাসপাতাল এবং পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হলে ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় অন্তর মারা যায়। এসব বিষয় মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তাদের আবাসিক হলে ভাঙচুর চালিয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার দিক বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় ছুটি দিয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল জানান, ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম বলেন, ‘এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাস বন্ধ ঘোষণার কথা শুনেছি। তারপরও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এলাকায় অবস্থান করছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত