ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপি কৃষকদের গুলি করে মেরেছে : আমু

বিএনপি কৃষকদের গুলি করে মেরেছে : আমু

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বাড়ি থেকে ডেকে এনে সার বীজ দিচ্ছে, আর বিএনপি কৃষকদের গুলি করে মেরেছে।

গতকাল সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন রবি মৌসুমের জন্য কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, বিএনপি কৃষক ও শ্রমিক হত্যাকারী। ১৯৯৫ সালে দেশের কৃষকরা ফসল উৎপাদনের জন্য সরকারের কাছে সার চাইতে গেলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল তৎকালীন বিএনপি সরকার। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকরা না চাইতেই কৃষকদের বাড়ি থেকে ডেকে এনে ফসল উৎপাদনের জন্য সার বীজ বিতরণ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ১৯৯৬ সালে এবং ২০০৯ সালে ক্ষমতায় আসার পর উন্নয়নকাজ শুরু করে। আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনা চিকিৎসাসেবা দেয়ার জন্য প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন, যা বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। কারণ ছিল কমিউনিটি ক্লিনিক চালু থাকলে আওয়ামী লীগ সরকারপ্রধান শেখ হাসিনার সুনাম বাড়বে।

আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এসব ভাতা সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রয়োজনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। আওয়ামী লীগের প্রবীন এই নেতা জানান, রবি মৌসুমে জেলায় ১৪ হাজার ৯০ জন কৃষককে ১৪ হাজার ৯০ বিঘায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মশুর ও খেসারি ডাল চাষের জন্য প্রণোদনার সার বীজ বিতরণ করা হবে।

জেলায় রবি মৌসুমের জন্য সরকার ৩৩ লাখ ৫৩ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দ দিয়েছে। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সার বীজ বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল ইসলাম, নলছিটি উপজেলার চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ঝালকাঠিতে ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দুটি একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত