ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

মাধবপুরে শিমের বাম্পার ফলন

মাধবপুরে শিমের বাম্পার ফলন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার যে জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল হতো না, এখন প্রতি বছর সেসব জমিতে শিমের চাষ করা হচ্ছে। ফুলে ফুলে ভরা শিমগাছ। দেখলে যেন মনে হয় সাজানো ফুলের বাগান। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার গেইটঘর, লোহাইদ, ভান্ডারুয়া, শাহজাহানপুর, জগদীশপুর, নোয়াপাড়া, ছাতিয়াইন, ইটাখোলা, বেলঘর, শ্যামপুর, চৌমুহনী, মনতলা, বহরা গ্রামের কৃষক শিম চাষে দিন দিন উৎসাহিত হচ্ছেন। আষাঢ়-শ্রাবণ মাসে জমিতে শিমের বীজ বপন করা হয়। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাধবপুরে প্রায় ১৭৫ একর জমিতে শিম চাষ করা হয়েছে। শিম চাষাবাদে প্রতি একরে সার, বীজ, শ্রমিক ইত্যাদি বাবদ খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। প্রতি একর জায়গায় শিম বিক্রি হয় প্রায় ৬০ হাজার টাকা। শিম চাষাবাদ কেন্দ্র করে এসব এলাকায় গড়ে উঠেছে সবজি বাগান। এখানে কৃষক প্রতিদিন নিজেদের ক্ষেতের শিম সংগ্রহ করে কোনো ফরিয়া ছাড়াই পাইকারদের কাছে সরাসরি বিক্রি করেন। এসব এলাকা থেকে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে শিম সরবরাহ করা হয়। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী জানান, শিম চাষাবাদে এ এলাকার কৃষকদের আর্থিক সচ্ছলতা এসেছে। সরকারিভাবে শিম চাষে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ দিলে কৃষক আরো উৎসাহিত হতে পারতেন। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, যেসব এলাকায় শিম চাষ করা হয়েছে, সেসব এলাকায় শিম চাষিরা যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন। আমাদের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত