বিএনপির দ্বিতীয় দফার শেষ দিনের অবরোধ

গুলিস্তান ও মিরপুরে বাসে আগুন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে গতকাল রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, গতকাল দুপুর ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলে। তবে ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আলোকিত বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নাম্বার গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।