ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়কে পুলিশি টহল

সিরাজগঞ্জে চলাচল করেছে বিভিন্ন যানবাহন

সিরাজগঞ্জে চলাচল করেছে বিভিন্ন যানবাহন

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কসহ অন্যান্য রুটে যান চলাচল বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে মহাসড়কে পণ্যবাহী পরিবহন চলাচল করে এবং দুপুরের দিকে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, ইজিবাইক চলাচল বাড়তে থাকে। তবে জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এদিকে জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধের প্রভাব পড়েনি। অবরোধ সমর্থনে বিএনপির নেতাকর্মীদের মাঠে পাওয়া না গেলেও জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধ বিরোধী অবস্থানে ছিল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ আলোকিত বাংলাদেশকে বলেন, এ অবরোধের শেষ দিনে মহাসড়কে যানবাহন চলাচল বাড়ে। বিশেষ করে দুপুরের পর থেকে যাত্রীবাহী বাসও চলাচল শুরু করে। পুলিশের কঠোর নিরাপত্তায় এসব যানবাহন চলাচল করে। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত