ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আইডিইবি ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আজ

আইডিইবি ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আজ

‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস আজ। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপ¯ি’ত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ। জানা গেছে, গণপ্রকৌশল দিবস সপ্তাহব্যাপী কর্মসূচিতে ৮ থেকে ১৪ নভেম্বর দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা এবং ১৪ নভেম্বর ঢাকার নবীন প্রবীণ সম্মিলন ও সমাপনী অনুষ্ঠান হবে। যা কেন্দ্র ও জেলা পর্যায়ে পালিত হবে। এর আগে ৫ নভেম্বর আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন করা হয়। ওই সময়ে একেএমএ হামিদ বলেন, আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনের আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান জানান, জাতীয় টেকসই উন্নয়নে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার গণমানুষের উদ্ভাবনী ধারণা ও উদ্যোক্তা বিকাশের বিষয়টি সামনে রেখে এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত