ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধের প্রভাব নেই আশুলিয়ায়

বিভিন্ন পয়েন্টে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

বিভিন্ন পয়েন্টে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

বিএনপির ঢাকা তৃতীয় দফার অবরোধে শিল্পাঞ্চল আশুলিয়া কোনো প্রভাব পড়েনি। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল কিছুটা কম থাকলেও স্থানীয় গণপরিবহণের চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া মহাসড়কে আগের ন্যায় অটোরিকশার দাপট ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গতকাল সকাল থেকেই শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-ইপিজেড-আশুলিয়া সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চালের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছেন। সড়কে পরিবহণের সংখ্যাও ছিল আগের তুলনায় অনেক বেশি। মালবাহী বিভিন্ন ট্রাক-কাভার্ডভ্যানের পাশাপাশি কিছু দূরপাল্লার যাত্রীবাহী বাসও চলাচল করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি সড়কে টহল দিচ্ছে বিজিবি। আশুলিয়া অঞ্চলে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে, আশুলিয়ার জামগড়া এলাকার শারমিন গ্রুপের একটি কারখানার শ্রমিকরা টঙ্গী-ইপিজেড-আশুলিয়া সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম জানান, সাভার ও আশুলিয়া শিল্প এলাকার জনগণের জানমাল নিরাপত্তার জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া পুলিশের পাশাপাশি যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য র‌্যাব, বিজিবি, শিল্প পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত