ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে নূর হোসেন দিবস পালিত

শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে নূর হোসেন দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ নূর হোসেন দিবস। দিবসটি উপলক্ষ্যে গতকাল সকালে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম।

শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই চলছে। এটি চলমান থাকবে। এরপর শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা জানান, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বিপ্লবী ছাত্রসংহতি, শহীদ নূর হোসেন ফাউন্ডেশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগসহ বিভিন্ন সংগঠন। স্বৈরশাসনবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নূর হোসেন। শহীদ নূর হোসেন সংসদ সকালে নূর হোসেন চত্বর ও জুরাইন কবরস্থানে নূর হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান নূর হোসেনের বড় ভাই আলী হোসেন। শহীদ নূর হোসেন ফাউন্ডেশন পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত