ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় হানিফ

অবরোধে বাস পোড়ানো মানুষ হত্যা রাজনীতির ভেতর পড়ে না

অবরোধে বাস পোড়ানো মানুষ হত্যা রাজনীতির ভেতর পড়ে না

কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে হরতাল অবরোধ থাকবে কিন্তু বিএনপি যে অবরোধের নামে গাড়ি ভাঙচুর, পেট্রল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করে, এটা কোনো রাজনীতির ভেতর পড়ে না। বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরো বলেন, বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির অবরোধে আর ভয় না পেয়ে দূরপাল্লার গাড়ি চলাচল করছে। এতে জনসাধারণের মনের আতঙ্ক কমছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপি নেতাদের কাছে অনুরোধ করে বলেন, এদেশের মানুষ বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে চেনে। রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক কর্মসূচি পালন করা। অবরোধের নামে আগুন দিয়ে বাস পোড়ানো এটি রাজনীতি হতে পারে না। এসব কর্মকাণ্ড থেকে বিএনপিকে সরে আসতে হবে, না হলে ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত