ঢাকা ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবরোধের প্রতিবাদে মোড়ে মোড়ে অবস্থান-মিছিল আওয়ামী লীগের

অবরোধের প্রতিবাদে মোড়ে মোড়ে অবস্থান-মিছিল আওয়ামী লীগের

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীর মোড়গুলো অবস্থান নেন ঢাকা মহানগর আওয়ামী লীগ। একই সঙ্গে থানা-ওয়ার্ড ও ইউনিট কমিটি অবরোধবিরোধী মিছিল মিটিং করে। মিছিলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যবীজী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

গতকাল রোববার রাজধানীর এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়, গ্রিন রোডের সায়েন্স ল্যাব প্রান্ত এবং উত্তর সিটি এলাকার শ্যামলী সিনেমা কমপ্লেক্স, শ্যামলী ওভারব্রিজ ও কল্যাণপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ার পেতে ফুটপাতে বসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। আর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে অবস্থান নেন। সকাল ৯টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য শহিদুল ইসলাম মিলনসহ আরো অনেকে।

এদিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউর মঞ্চে শিল্পীরা গান গেয়ে নেতাকর্মীদের মাতিয়ে রাখেন। আর বিভিন্ন এলাকা থেকে জড়ো হওয়া আওয়ামী লীগ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান নেন।

আওয়ামী লীগের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বলেন, অবরোধ কর্মসূচি দিয়ে বিএনপির নেতাকর্মীরা চোরাগোপ্তা হামলা ও আগুন দিয়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। এ পরিস্থিতি ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো জোরালোভাবে মাঠে থাকবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি বলেন, বিএনপির চোরাগোপ্তা হামলা ঠেকানোর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। প্রশাসন সতর্ক অবস্থানে আছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুস্কৃতকারীদের ধরা হচ্ছে। বিএনপি বেশিদিন এভাবে চালাতে পারবে না। সন্ধ্যার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

এদিকে রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ীতে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেছে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। একই দিন বিএনপি-জামায়াতের চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীর জয়কালী মন্দিরের সামনে সতর্ক অবস্থায় চেয়ার পেতে বসে অবস্থান নেন ওয়ারী থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাবলু ও সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন।

গেন্ডারিয়া থানার নামাপাড়ার কদম রসূল জামে মসজিদের সামনে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে অবস্থান নেন ৪৫নং ওয়ার্ড আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেলেন আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান আসকারী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অ্যাপলো, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সাবেক সদস্য মো. জসিম শেখ, ইস্টার্ন ক্লাব ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহ আলম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত