বিএনপিঘোষিত চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে বিভিন্ন স্থানে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল সকালে নগরের কোতোয়ালি, পাহাড়তলী, পাঁচলাইশ, চান্দগাঁও, ডবলমুরিংসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার থেকে নতুন ব্রিজ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে কোতোয়ালি থানা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক রহমান রিপন, যুবদল নেতা রাসেল, মহানগর ছাত্রদের যুগ্ম আহ্বায়ক মো. আনাছ, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিমন ও সদস্য সচিব সোনা মানিক, সাবেক ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল, নাবিল, তুসান প্রমুখ।
এ সময় ইয়াছিন চৌধুরী লিটন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে চট্টগ্রামের সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার-নির্যাতন করে লাভ হবে না। একতরফার নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবেন।
এদিকে নগরের পোর্ট কানেকটিং রোডে মিছিল ও সড়ক অবরোধ করে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপনের নেতৃত্বে নগরের টাইগারপাস এলাকায় খুলশী থানা বিএনপি বিক্ষোভ মিছিল করে। খুলশী থানাধীন জাকির হোসেন সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতনের নেতৃত্বে, পাহাড়তলী নয়াবাজার এলাকায় যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে থানা যুবদল, পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় পাঁচলাইশ থানা যুবদলের আহ্বায়ক মো. আলী সাকীর নেতৃত্বে, আগ্রাবাদ এক্সেস রোডের গাউছিয়া মোড় এলাকায় ডবলমুরিং থানা যুবদল, পাহাড়তলী ডিটি রোডে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পীর নেতৃত্বে মহানগর ছাত্রদল, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ এলাকায় কোতোয়ালি থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং চান্দগাঁও থানাধীন আরাকান সড়কে থানা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
আনোয়ারা উপজেলার কেইপিজেড প্রধান ফটকে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা। সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যুবদলের নেতাকর্মীরা অবস্থান নেয়।